বড়দিনে কেক উপহার দিয়ে নেতাদের শুভেচ্ছা
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খুলনা মহানগরীর বিভিন্ন চার্চে কেক, চকলেট ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক নেতারা।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশপ ভবনে বিশপ জেমস রমেন বৈরাগী ও জোসেফ ক্যাথিন্দ্রাল ফাদার মণ্ডলের কাছে ফুল, চকলেট ও কেক দিয়ে মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস এ শুভেচ্ছা জানান।
এ সময় নেতারা বলেন, সত্য, ন্যায় ও করুণার পথপ্রদর্শক হিসেবে মহান যিশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। মানুষ হিসেবে সবার কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। হিংসা, বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায়-অবিচার প্রতিরোধে ব্রতী হওয়া সকলের কর্তব্য।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা