বিএনপির প্রার্থীর বাড়িতে ভাঙচুর, ককটেল নিক্ষেপ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/25/photo-1451056937.jpg)
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী রোমান হোসেন পাটওয়ারীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির কয়েকটি জানালার কাচ ভাঙচুর ও চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় রোমান হোসেন বাড়িতে ছিলেন না।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, সাত-আটটি মোটরসাইকেলে করে আজ দুপুরে ১৪-১৫ জন মুখোশধারী যুবক রোমানের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির জানালার কয়েকটি গ্লাস ভাঙচুর করে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।
তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে জানান ওসি। তিনি বলেন, ‘এ ঘটনায় আজ সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।’
রোমান পাটওয়ারীর অভিযোগ, ‘আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর কর্মীরা দিন-দুপুরে প্রকাশ্যে আমার বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বিষয়টি রিটার্নিং অফিসারসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল খায়ের পাটওয়ারী বলেন, ‘আমি গণসংযোগে আছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমার জানা নেই।’