মুন্সীগঞ্জে বৌদ্ধবিহার খননকালে মাটিচাপায় আহত ৫
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর বৌদ্ধ বিহার খনন চলাকালে মাটি চাপা পড়ে বিদেশি গবেষক ও চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বিদেশি গবেষক ইয়াং, শ্রমিক আল-ইসলাম, মো. হৃদয়, মো. আনোয়ার ও অসির আহম্মেদ। তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্নতত্ত্ববিদ ও নাটেশ্বর বৌদ্ধ বিহার খননকাজের সমন্বয়কারী অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান জানান, খননকাজের সময় মাটিচাপায় বিদেশি গবেষক ও চারজন শ্রমিক আহত হয়। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মাটি খননকালে মাটির একটি বিশাল অংশ বিদেশি গবেষক ও শ্রমিকদের ওপর পড়লে পাঁচজন মাটিতে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।