রাত ১২টার মধ্যে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ
পৌরসভা নির্বাচনী এলাকায় আজ সোমবার রাত ১২টার মধ্যেই বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় ভোটাররা ছাড়া অপ্রয়োজনীয় লোকজন থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, আগামী ৩০ তারিখ নির্বাচন হবে। সেজন্য আমাদের যত প্রস্তুতি সবই আছে। আমাদের ব্যালটগুলো সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে যাবে। যেহেতু ৩০ তারিখ নির্বাচন সেহেতু আজ রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ এবং আমরা এই নির্দেশও দিয়েছি যে যারা বহিরাগত আছে আজকে মধ্য রাতের পর থেকে তারা যেন ওই নির্বাচনী এলাকা থেকে সরে যায়। যারা ভোটার না, অপ্রয়োজনীয় লোকজনও না থাকে, আমরা স্থানীয় প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে এই সংক্রান্ত পরিপত্র পাঠিয়েছি।’
নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যারা অনিয়ম দেখেও ব্যবস্থা নেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি।
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে কতটুকু আশাবাদী- এ ব্যাপারে শাহনেওয়াজ বলেন, ‘আমরা এখন পর্যন্ত যে বিভিন্ন খবর পেয়েছি, আমরা অত্যন্ত আশাবাদী যে সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা সবাইকে সে ভাষায় কঠোর নির্দেশনা দিয়েছি যাতে তারা সুন্দর নির্বাচন করতে পারে।’
গত এক সপ্তাহে নির্বাচনী এলাকায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে- বিএনপির এ দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী দল সব সময় বিভিন্ন অভিযোগ করেই থাকে। এটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে। তারপর আমরা অবস্থা দেখে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছি। এতে আমরা পিছপা হচ্ছি না।’
সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে শাহ নেওয়াজ বলেন, এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগেই বলেছেন। তারপরও আমি এটুকু বলতে চাই- আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচনী এলাকায় পরিবেশ অনুকূলে আছে।’
সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্ববান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটারদের আশ্বস্ত করতে চাই, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে।’

নিজস্ব সংবাদদাতা