বিএনপির ভোট চাওয়ার কোনো অধিকার নেই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/28/photo-1451311774.jpg)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বা তাঁর দলের কোনো প্রার্থীর নির্বাচনে জনগণের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। এমনটিই জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক, সাবেক মন্ত্রী সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।
খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের জবাবে আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে ড. হাছান মাহমুদ এ কথা বলেন। তাঁর একান্ত সহকারী এনায়েতুর রহিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
হাছান মাহমুদ বলেন, যে দল পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে, গাড়িতে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করে সেই দলের কোনো নেতার ভোট চাওয়ার অধিকার থাকতে পারে না।
পৌরসভা নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, পৌর নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে।
পৌরসভা নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড নেই-খালেদা জিয়ার এমন অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, প্রতিবার নির্বাচন এলে খালেদা জিয়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেন। প্রকৃত অর্থে নির্বাচন কমিশনের বর্তমান আচরণবিধির কারণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির সাবেক মন্ত্রী ও সব কেন্দ্রীয় নেতা এমনকি খালেদা জিয়াও নিজ দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সুযোগ পেলেও আওয়ামী লীগের কোনো মন্ত্রী ও সংসদ সদস্য দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারছেন না।
আওয়ামী লীগের আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছে- খালেদা জিয়ার এমন অভিযোগের জবাব দিতে গিয়ে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী বলেন, খালেদা জিয়া এমন অভিযোগ তুলে তিনি দেশের মানুষের সঙ্গে কৌতুক করেছেন। মূলত খালেদা জিয়া বাংলাদেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদের যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কেরও অন্যতম পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া তাঁর পাশে জঙ্গি নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের বিরুদ্ধে জঙ্গি উত্থানের অভিযোগ তুলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বাংলাদেশ যতগুলো বোমা হামলা ও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সব ঘটনাই ঘটেছে খালেদা জিয়ার শাসনামলে। খালেদা জিয়ার বিরুদ্ধে জঙ্গি পৃষ্ঠপোষকতার অভিযোগ প্রমাণিত।
পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকার খালেদা জিয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হয়েছে। এ জন্য আমরা খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। একই সঙ্গে সঙ্গে আশা করব নির্বাচনের দিন সকাল ১১টায় নতুন কোনো অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না।’
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদুল আলম সুজন প্রমুখ।