রংপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মিছিল, স্মারকলিপি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/28/photo-1451318566.jpg)
রংপুর সিটি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান ওরফে উৎস রহমানকে হত্যার প্রতিবাদে আজ সোমবার দুপুরে রংপুরে কর্মরত সাংবাদিকরা মৌন মিছিল করেছেন। তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন।
সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে সাংবাদিকদের একটি মৌন মিছিল বের হয়। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।
এ সময় রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আশরাফ, সিটি প্রেসক্লাবের সভাপতি শরিফুজ্জামান বুলু, যুগান্তরের ব্যুরো প্রধান মাহবুব রহমান, জনকণ্ঠের মানিক সরকার, মাছরাঙা টিভির রফিক সরকার, এনটিভির এ কে এম মঈনুল হক বক্তব্য দেন।
স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, উৎস রহমান হত্যাকাণ্ডের মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত এ হত্যাকাণ্ডের মোটিভ বের হয়ে আসবে।
সাংবাদিকরা তাঁদের নিরাপত্তা নিশ্চিতসহ অবিলম্বে উৎস রহমানের প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে রংপুর নগরীর দমদমা এলাকায় হাত-পা বেঁধে, মুখে কাপড় গুজে দিয়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক উৎস রহমানকে।