দিনমজুর কাজে না আসায় তুমুল সংঘর্ষ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/28/photo-1451320481.jpg)
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আওধা গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত ১৫টি দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৬টি শটগানের গুলি ছুড়েছে।
urgentPhoto
আজ সোমবার সকাল ৯টার দিকে গ্রামের মাঠে পেঁয়াজ রোপন করতে এক দিনমজুর না আসায় এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, উপজেলার রুপদাহ গ্রামের একজন দিনমজুরকে পাশের কুশাবাড়িয়া গ্রামের ক্ষেতে পেঁয়াজ লাগানোর জন্য ঠিক করা হয়। ওই দিনমজুর কাজে না আসায় আওধা গ্রামের মাঠে উভয় গ্রামের লোকজন ঢাল-সড়কি, ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষ ধলহরা চন্দ্র ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান ও বগুড়া ইউপি চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় আওধা বাজারের কমপক্ষে ১৫টি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আহত হয় অন্তত ১৫ জন।
ওসি জানান, আহতদের ঝিনাইদহ সদরসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭৬টি শটগানের গুলি বর্ষণ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা বাজারের আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।