ময়মনসিংহ বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৬
ময়মনসিংহ শহর বিএনপির সভাপতিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি মিছিল পায়রা চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। জবাবে পুলিশ আটটি রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ২০ দলের পাঁচ নেতা-কর্মী আহত হয়।
মিছিল শেষে বাড়ি ফেরার পথে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম রাজু, নোমান, সোহাগ ও হানিফকে আটক করে পুলিশ। এর আগে শনিবার দুপুরে শহর শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমানকে আটক করা হয়। রাতে শহরের সানকিপাড়ার বাসা থেকে আটক করা হয় শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামকে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় শহর বিএনপির সভাপতি, জেলা ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সহসভাপতি তানভীরুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলসহ ২০-দলীয় জোটের ৯৬ নেতা-কর্মীর নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।
২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ সকাল থেকে শহরে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। শহরের দোকানপাট বন্ধ রয়েছে। হরতালে সড়ক ও মহাসড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল না করলেও পণ্যবাহী ট্রাক ও অটোরিকশা চলাচল করছে। যাত্রী কম থাকায় পাটগুদাম আন্তজেলা ও মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সময়সূচি ঠিক না থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।