মৌলভীবাজারে বিএনপি নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
নেতা-কর্মীদের আটক, ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় মৌলভীবাজার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসের রহমান বলেন, ‘আওয়ামী লীগ পরাজয় জেনে আমাদের সক্রিয় নেতা-কর্মীদের কোনো মামলা ছাড়াই আটক করে ৫৪ ধারায় আদালতে হাজির করছে। এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয়, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সোমবার সন্ধ্যায় আমাদের নেতা-কর্মীদের ধরে মারপিট করে থানায় নিয়ে সোপর্দ করছে। যা এর আগে মৌলভীবাজারে কখনো হয়নি।’
নাসের রহমান বলেন, ‘আমরা মনে করছি মৌলভীবাজার সদর পৌরসভার সব কেন্দ্র অর্থাৎ ১৪টিই এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বড়হাট আবু শাহ মাদ্রাসাসহ তিনটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। তিনি এসব কেন্দ্রে সাংবাদিকদের সর্বক্ষণ উপস্থিতির দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, ইউসুফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার সদর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী অলিউর রহমান প্রমুখ।