ভোট ডাকাতি, কেন্দ্র দখলের অভিযোগ জাতীয় পার্টির

নির্বাচন কমিশনে গিয়ে ভোটকেন্দ্র দখল, এজেন্টদের মারধর এবং জাল ভোট দেওয়ার অভিযোগ করেছে জাতীয় পার্টি। আজ বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় দলটি।
জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় আমাদের প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে মারধর করা, কেন্দ্র দখল করাসহ নানা অনিয়মের অভিযোগ আসছে।’ বেশ কিছু স্থান ও ভোটকেন্দ্রের নাম উল্লেখ করে চিঠিতে আরো বলা হয়, এসব স্থানে ‘আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কর্তৃক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট প্রদান করা হয়েছে।’
জাতীয় পার্টি এসব স্থানে ভোট বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে।
চিঠিটি কমিশনে দেওয়ার পর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা সাংবাদিকদের বলেন, তাঁদের কয়েকজন প্রার্থীসহ ২৫টি পৌরসভার ১৭৬টি কেন্দ্রে এজেন্টদের মারধর ও জাল ভোট দেওয়া হয়েছে। জয়পুরহাটে জাতীয় পার্টির মেয়র প্রার্থী তিতাস মোস্তফার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তাঁর সমর্থকরা এ ধরনের কাজের সঙ্গে জড়িত বলে রেজাউল ইসলাম দাবি করেন।