চট্টগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/01/photo-1451669628.jpg)
ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার চট্টগ্রাম নগরীর নসিমন ভবনে কেক কাটেন বিএনপি ও ছাত্রদলের নেতারা। ছবি : এনটিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। নগরীর নসিমন ভবনে বিকেলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে ও বেলুন উড়িয়ে আলোচনা সভার উদ্বোধন করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
এ সময় নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।