গজারিয়া সরকারি কলেজে ব্যাপক ভাঙচুর
মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি কলেজে ব্যাপক ভাঙচুর করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার ফরম পূরণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেওয়ায় এই ঘটনা ঘটানো হয়।
উত্তেজিত শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়ে অধ্যক্ষের রুম ও শ্রেণিকক্ষ ভাঙচুর ও অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ এসে ছাত্র-ছাত্রীদের লাঠিপেটা ও ছত্রভঙ্গ করে অধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে।
ছাত্রছাত্রীরা জানায়, অধ্যক্ষ ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফিয়ের অতিরিক্ত টাকা আদায় করছেন এবং সব বিষয়ে কৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দিয়েছেন। এতে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে।
তবে কলেজের অধ্যক্ষ আলীমুর রাজি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিনি শুধু কৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দিয়েছেন।