চট্টগ্রামে হাসপাতালসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/03/photo-1451822214.jpg)
চট্টগ্রামে তিনটি বেসরকারি হাসপাতালসহ রোগনির্ণয়ের ছয়টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সকালে নগরীর জিইসি মোড়ের হাসপাতাল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধি ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেসরকারি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বিষয়ক (আইসিইউ) ওয়ার্ডের অনুমতি না থাকা, দক্ষ জনবল ছাড়া ল্যাব পরিচালনা, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আট লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বেসরকারি হাসপাতাল ‘মেডিকেল সেন্টার প্রাইভেট ক্লিনিক’ ও ‘মেডিকেল সেন্টার প্রাইভেট ল্যাব’কে দক্ষ জনবল না থাকা ও নোংরা পরিবেশের দায়ে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্যতম বেসরকারি চিকিৎসাকেন্দ্র রয়েল হাসপাতাল প্রাইভেট লিমিটেড, চিটাগং মেট্রোপলিটন হসপিটাল ও ডায়াগনস্টিক ল্যাব ও রোগনির্ণয় কেন্দ্র বেলভিউ লিমিটেডকে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে পাশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা কর্মস্থান ত্যাগ করে চলে যান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম হাসপাতালগুলোতে প্যাথলজি মেশিনের রিডিং না থাকা, আইসিইউ অনুমোদন না নিয়ে ব্যবসাসহ নানা অভিযোগে জরিমানার পাশাপাশি সতর্ক ও নির্দেশনা দেওয়ার কথা জানান।
সরওয়ার আলম বলেন, ‘প্যাথলজি ল্যাব যেটি আছে, সে মেশিনের সফটওয়্যার ঠিকমতো কাজ করছে না। যিনি ইসিজি করছেন, তিনি মানবিকে পাস করা লোক। অন্যান্য শাখাতেও খুব যোগ্যতাসম্পন্ন লোক আমরা পাইনি। ডিসপেনসারিতে যে ওষুধ আছে, তাঁর মধ্যে কিছু ওষুধের তারিখ পেরিয়ে গেছে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উপমহাব্যবস্থাপক মো. সেলিম সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রামে আমরাই প্রথম আইসিইউ সেবা দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু এর জন্য যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয় তা জানা ছিল না।’