মাগুরায় স্কুলছাত্রকে বেত্রাঘাত, অসুস্থ হয়ে হাসপাতালে

মাগুরায় শিক্ষকের একাধিক বেত্রাঘাতে অসুস্থ হয়ে এক ছাত্র সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রোববার বিকেলে সদর উপজেলার আলোকদিয়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম সাকিবুল ইসলাম। সে আলোকদিয়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে।
সাকিবের বাবা আশরাফ মিয়া একজন অটোরিকশাচালক। তিনি বলেন, ‘আজ রোববার বিকেল ৪টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে সাকিব কয়েকবার বমি করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে শিক্ষার্থী সাকিব। হাসপাতালে সাকিব সাংবাদিকদের বলে, ‘তুচ্ছ ঘটনা নিয়ে আজ আমাকে প্রকাশ্যে ২০-২৫ বার বেত দিয়ে পেটানো হয়।’ সাকিব আরো জানায়, ‘মুজাহিদুল ইসলাম স্যারের কাছে প্রাইভেট না পড়ায় তিনি আগে থেকেই আমার ওপর ক্ষুব্ধ ছিলেন।’
শিক্ষক মুজাহিদুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে অনেকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তিনি মুঠোফোনে কল ধরেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার সিকদার বেত্রাঘাতের কথা স্বীকার করে বলেন, ‘আহত ছাত্র সাকিবুলসহ পাঁচ-ছয়জন বখাটে ছেলে স্কুলের দপ্তরি রাব্বির সঙ্গে বেয়াদবি করায় বেত্রাঘাত করা হয়।’
অসিত কুমার এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক মমতাজ মজিদ জানান, সাকিবুল ইসলামের দুটি পাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি বা বেত্রাঘাতের চিহ্ন আছে। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।