ইউএনওকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নেত্রকোণার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হত্যার হুমকির মামলায় বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে বারহাট্টা উপজেলার মল্লিকপুর ধারাম গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে এনটিভি অনলাইনকে জানান বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান।
ওসি আরো বলেন, গত ১০ ফেব্রুয়ারি বারহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত বিভিন্ন প্রকল্পের ফাইলে সই করে না দেওয়ার অজুহাতে ইউএনও এস এম জাহাঙ্গীর হোসেনকে মারধরসহ পেট্রলবোমা মেরে পুড়িয়ে মারার হুমকি দেন। এ নিয়ে থানায় মামলা করেন ইউএনওর গাড়িচালক আবদুল খালেক। ইউপি চেয়ারম্যানকে আটকের পর আদালতে পাঠানো হয়েছে।
ইউএনও এস এম জাহাঙ্গীর হোসেন এনটিভি অনলাইনকে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ওয়াহেদ মিয়ার ছেলে ও সদর ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের ফাইল সই করে দেওয়ার জন্য কয়েকদিন ধরেই চাপ সৃষ্টি করে আসছিলেন। এ নিয়ে প্রথমে ৯ ফেব্রুয়ারি বিকেলে তাঁকে গালাগাল করেন ইউপি চেয়ারম্যান। পরদিন বারহাট্টা পাইলট স্কুল মোড়ে গাড়ির গতি রোধ করেন ইউপি চেয়ারম্যান ও তাঁর সঙ্গীরা।’ এ সময় খালিয়াজুরির ইউএনও বদরুল হাসান লিটন সঙ্গে ছিলেন বলে জানান ইউএনও।
জাহাঙ্গীর হোসেন আরো জানান, তাঁকে অকথ্য ভাষায় গালমন্দ করে গাড়ি পেট্রলবোমা মেরে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন কাজী সাখাওয়াত। পরে বারহাট্টা থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে বলে তিনি জানান।
বিষয়টি সেদিনই জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানান ইউএনও।