মাগুরায় পিকআপের ধাক্কায় বৃদ্ধের প্রাণহানি

মাগুরা সদর উপজেলায় আজ সকালে একটি পিকআপভ্যানের ধাক্কায় এনামুল হক নামের এক বৃদ্ধ নিহত হন। মাগুরা আধুনিক সদর হাসপাতালে তাঁর লাশ দেখতে স্বজন ও উৎসুক লোকজনের ভিড়। ছবি : এনটিভি
মাগুরায় সদর উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের পাশে একটি পিকআপভ্যানের ধাক্কায় সৈয়দ এনামুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এনামুল হক সদর থানার কছুন্দি ইউনিয়নে গ্রামপুলিশের কাজ করতেন। তাঁর বাড়ি শহরতলির পারনান্দুয়ালী গ্রামের মুন্সিপাড়ায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে পারনান্দুয়ালী এলাকায় সংবাদপত্রবাহী একটি দ্রুতগতির পিকআপভ্যান এনামুল হককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মিলন জানান, আহত অবস্থায় এনামুলকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।