বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য প্রস্তুত যশোর

যশোরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। আজ বুধবার দুপুর ১টায় যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায় বলেন, ফিফার নিয়মানুযায়ী আন্তর্জাতিক মানের খেলার আয়োজনের জন্য যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের মাঠ প্রস্তুত করা হয়েছে।
পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, দেশি-বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল, প্র্যাকটিস মাঠ সবখানেই একই রকম নিরাপত্তাব্যবস্থা থাকবে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের প্রথম খেলা ৮ জানুয়ারি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই স্টেডিয়ামে পরের তিন দিনে আরো তিনটি খেলা অনুষ্ঠিত হবে। বাকি খেলাগুলো হবে ঢাকায়।