চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের হুমকি
চট্টগ্রামে অটোরিকশা ও টেম্পো শ্রমিক নেতাদের বিরুদ্ধে শ্রমিক লীগের মামলা প্রত্যাহার এবং শ্রমিক নেতা নুরুল ইসলামের অপহরণের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এসব দাবি না মানা হলে আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রামে অর্ধদিবস ও ৩১ জানুয়ারি সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছে ওই সংগঠন।
আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় লিখিত বক্তব্য দেন সংগঠনের বিভাগীয় সভাপতি হাজি রুহুল আমিন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী ও অলি আহাদ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি সংগঠনের সহযোগী প্রতিষ্ঠান অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের মোহরা রাস্তার মাথায় অবস্থিত কার্যালয়টি জোরপূর্বক দখলের চেষ্টা করে শ্রমিক লীগ নামধারী একটি সংগঠন। এর আগে আরো কয়েকবার সন্ত্রাসীরা কার্যালয়টি ভেঙে দেয়। এ ঘটনার পর উল্টো আটোচালক শ্রমিক নেতাদের নামে মামলা দেওয়া হয়। এ ছাড়া গত ১৯ আগস্ট চট্টগ্রাম থেকে অপহৃত শ্রমিক নেতা নুরুল ইসলামের অপহরণকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।