যশোরে ব্যবসায়ী হত্যায় সাতজনের যাবজ্জীবন
যশোরে ব্যবসায়ী আমিনুর রহমান বাপ্পি হত্যা মামলার সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি সুমন চৌধুরী, রায়হান, রকি, সবুজ, সোহাগ, জাহাঙ্গীর ও নাহিদ আলম নয়নের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০১২ সালের ১১ মার্চ বেলা ১টার দিকে যশোরের সদর উপজেলার চাঁচড়া ডালমিল মোড় এলাকায় মাটি ও বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে ব্যবসায়ী আমিনুর রহমান বাপ্পিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন রাতে নিহত বাপ্পির বাবা মো. মনির হোসেন মনি বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় আটজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৩ সালের ২৬ ডিসেম্বর যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক এসআই সোয়েব আহম্মেদ নয়জনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। আদালতে বিভিন্ন কার্যদিবসে মামলার চার্জশিটভুক্ত ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন বিচারক।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা