রাঙামাটিতে বাস উল্টে আহত ৩২
বাস উল্টে আহত ব্যক্তিদের রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এনটিভি
রাঙামাটিতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে শহরের শেষ প্রান্তে বাংলাদেশ বেতার কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে রাঙামাটির সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা জানান, পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে তা উল্টে যায়। এতে অন্তত ৩২ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অন্যদের রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া হাসপাতালেও আহতদের দেখতে যান তাঁরা।

ফজলে এলাহী, রাঙামাটি