বান্দরবানে নীলাচল পর্যটন স্পটে মসজিদের উদ্বোধন
বান্দরবানে নীলাচল পর্যটন স্পটে মসজিদের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসন পরিচালিত জেলার অন্যতম পর্যটন স্পট নীলাচলে নির্মিত মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রিপরিষদের সচিব মো. শফিউল আলম। এ সময় অন্যদের মধ্যে বান্দরবান জেলা ও দায়রা জজ শফিকুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক হোসেন, ডেপুটি নেজারত (এনডিসি) এইচ এম আল মুজাহিদসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেছেন, বেড়াতে আসা পর্যটকদের নামাজের সুবিধার্থে নীলাচলে পর্যটন স্পটে জামে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দূর দূরান্ত থেকে ভ্রমণে আসা পর্যটকরা সময়ের কারণে নীলাচল থেকে শহরে এসে ঠিকমতো নামাজ আদায় করতে পারে না। ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদ উদ্বোধনের পর একসঙ্গে সকলে জুমা নামাজ আদায় করেছেন মসজিদে।