ইজতেমায় এবার যৌতুকবিহীন বিয়ে হয়নি

বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। রেওয়াজ অনুযায়ী ইজতেমার প্রতি দফার দ্বিতীয় দিন বাদ আসর ইজতেমা ময়দানে কনের অনুপস্থিতিতে এই বিয়ে হতো। কিন্তু এবার প্রথমবারের বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হয়নি ওই আয়োজন।
এ ব্যাপারে ইজতেমার আয়োজক কমিটির সদস্য তাবলিগ জামাতের মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, বিগত বছরগুলোতে বিশ্ব ইজতেমা ময়দানে কনের অনুপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হতো।
এবার তা হয়নি। ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হলে তা কেবল এই ময়দানে আসা তাবলিগের সদস্য ও মুসল্লিরা জানতে পারেন। এলাকার লোকজন এমনকি অনেক স্বজনরাও তা জানতে পারেন না। ফলে ওই বিয়ের আকর্ষণ কমে যায়। এ জন্য এবার থেকে ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ের জন্য তালিকাভুক্ত হলেও তাদের নিজ নিজ এলাকায় গিয়ে ওই বিয়ের আয়োজন করতে বলা হয়েছে। তাই এবার মাঠে ওই বিয়ের আনুষ্ঠানিকতা নেই।
গিয়াস উদ্দিন আরো জানান, বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুকবিহীন বিয়ে। সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন (শনিবার) বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর বসত। কনের সম্মতিতে ও তাঁর অনুপস্থিতিতে বর এবং কনেপক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হতো ওই বিয়ে। বিয়েতে মোহরানা ধার্য করা হতো ‘মোহর ফাতেমির’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড় শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ।