যাত্রীবাহী বাস থেকে ২৪৪টি কচ্ছপ উদ্ধার
ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস থেকে ২৪৪টি কচ্ছপসহ এক কচ্ছপ ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।
গতকাল শনিবার শিবচরের পাচ্চর নামক এলাকায় পিরোজপুরগামী বনফুল পরিবহন থেকে নিরঞ্জন সমাদ্দার নামের ওই ব্যবসায়ীকে আটক করে র্যাব। ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেন। পরে কচ্ছপগুলোকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
ব্যবসায়ী নিরঞ্জন বরিশালের উজিরপুর উপজেলার মাদ্রা গ্রামের বাসিন্দা।
জানা যায়, গতকাল বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার শিবচরের পাচ্চর এলাকায় র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল পিরোজপুরগামী বনফুল পরিবহনে অভিযান চালায়। এ সময় র্যাব বাসের ছাদ থেকে দুই বস্তাভর্তি ২৪৪টি কচ্ছপ উদ্ধার করে।
পরে শিবচর সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী নিরঞ্জনকে সাত হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত কচ্ছপগুলোকে কাওরাকান্দি ঘাটের পদ্মা নদীতে অবমুক্ত করেন।
এ ব্যাপারে শিবচরের সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন বলেন, ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী আমাদের দেশে যেসব বন্য প্রাণী আছে, যেমন—সাপ, কচ্ছপ, শামুক এসব প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। এসব প্রাণী যাতে আমরা সংরক্ষণ করতে পারি, এ জন্য এ আইন তৈরি করা হয়েছে। শিবচর থেকে একজন ব্যবসায়ীকে ধরেছি, যে লাইসেন্স ছাড়া এগুলো বিক্রি করছিল এবং নিজের হেফাজতে রেখেছিল। র্যাবের সহায়তায় এসব প্রাণী জব্দ করেছি। অভিযুক্তকে জরিমানা করেছি।’