মুন্সীগঞ্জে পিস্তল গুলিসহ যুবলীগ নেতা আটক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি স্বপন চৌধুরীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় স্বপনের কাছে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি পাওয়া যায়। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাসাইল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক অন্য ব্যক্তিরা হলেন যুবলীগ নেতা স্বপন চৌধুরীর সহযোগী মানিক মিয়া, কোরবান মাঝি ও রতন শেখ।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। তিনি জানান, তাঁরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু।