কালকিনি পৌরসভায় স্থগিত দুই কেন্দ্রে ভোটগ্রহণ, ১২ জনের জেল
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া জনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল থেকে ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই কেন্দ্রে ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল, ১৬ জনকে জরিমানা ও একজনকে আটক করেছে পুলিশ।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, জনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৪৪৭ ভোটের মধ্যে দুই হাজার ১২১ ভোট ও কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এ এক হাজার ৪৩৬ ভোটের মধ্যে এক হাজার ১০ ভোট পড়েছে।
আলাউদ্দিন আরো জানান, নির্বাচনের সময় কেন্দ্র দুটিতে সার্বক্ষণিক চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি এক প্লাটুন, র্যাবের দুটি টিম, দুটি কেন্দ্র দুজন নির্বাচন কমিশনের নিজস্ব পর্ববেক্ষক, দুই কেন্দ্রে ৪৮ পুলিশ ও আনসার সদস্য। স্টাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ ও দুই কেন্দ্রে দুটি ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। সকাল থেকে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। নারীদের পাশাপাশি পুরুষদের উপস্থিতি বেশি ছিল।
গত ৩০ ডিসেম্বর কালকিনি পৌরসভায় ১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ পান ৫৬৬১, বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ চার হাজার ৮০৪ ভোট আর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ৪৫০১ ভোট। বাকি দুটি ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা তিন হাজার ৮৮৩।