গজারিয়ার ইউএনও, এসি-ল্যান্ডকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (এসি-ল্যান্ড), সাব-রেজিস্ট্রার, কানুনগো ও সার্ভেয়ারকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোসেন্দী বাজার এলাকায় তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
গজারিয়ার বেশ কয়েকজন বাসিন্দা জানান, ওই সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষের দলিল জাল করে জমি দখল করেন। এ কারণে তাঁদের প্রত্যাহারের দাবিতে আজ বিক্ষোভ করেন। তাঁদের প্রত্যাহার না করলে আরো কঠোর আন্দোলন করা হবে।
এলাকার লোকজন জানান, সম্প্রতি সরকার গজারিয়ায় খান ব্রাদার্স শিপিং কোম্পানিকে বেশ কিছু জমি ইজারা দিয়েছে। ইজারা দেওয়া স্থানে অনেক লোক দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তাঁদের দাবি, ওই সব জমির মালিক তাঁরা।
এ ব্যাপারে জানতে চাইলে গজারিয়ার ইউএনও মাহবুবা বিলকিস এনটিভি অনলাইনকে বলেন, ‘সরকারি জমি বন্দোবস্ত দেওয়ার এখতিয়ার ভূমি মন্ত্রণালয়ের। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সহকারী ভূমি কমিশনার চাইলেই কাউকে ভূমি দিতে পারেন না। আর টাকা চালানের মাধ্যমে ব্যাংকে নেওয়া হয়। আমরা অনৈতিক লেনদেন করিও না, করাও হয়নি।’
ইউএনও আরো বলেন, ‘যাঁরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা লিজ দেওয়া জায়গায় অবৈধভাবে থাকেন। তারা উঠে যাওয়ার ভয়ে হয়তো মানববন্ধন করে থাকতে পারেন। কিন্তু আমরা তাদের উচ্ছেদের জন্য কোনো নোটিশ দেয়নি। আপনারা গিয়ে তদন্ত করে দেখুন। আমরা কোনো অতিরিক্ত টাকার লেনদেন করিও নাই, হয়ও নাই।’