শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশায় বন্ধ হওয়ার সাত ঘণ্টা পর মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ফেরি পারাপার বন্ধ হয়। ওই সময় মাঝপদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন ও নয় শতাধিক যাত্রী নিয়ে নোঙর করে ১২টি ফেরি। তবে পারাপার স্বাভাবিক হওয়ায় এখন সেগুলো গন্তব্যের দিকে ছুটেছে।
ফেরি চলাচলের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, রাতে ঘন কুয়াশায় নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়। তবে সকালে চলাচলের পথ পরিষ্কার হওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এদিকে, ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পরও শিমুলিয়া ঘাটে অসংখ্য পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।