আওয়ামী লীগের বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
আওয়ামী লীগ নেতাদের বক্তব্যকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুগড় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুনিরুজ্জামান সিরাজী।
আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন মাওলানা মুনিরুজ্জামান।
মাওলানা মুনিরুজ্জামান সিরাজী জানান, গত ১৩ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আল মামুন সরকার তাঁকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
মাদ্রাসায় হামলা, ছাত্রহত্যা ও অন্যান্য স্থাপনায় নারকীয় তাণ্ডবের ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশ করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এর উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মুনিরুজ্জামান সিরাজী।
মাদ্রাসার অধ্যক্ষ বলেন, ‘১২ জানুয়ারি রাতে প্রশাসনের উচ্চস্তরের কর্মকর্তাদের মাধ্যমে মীমাংসার পরও কয়েক হাজার মানুষকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র ও তৌহিদী জনতাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।’
মাওলানা মুনিরুজ্জামান উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র ও তৌহিদী জনতাকে কোনোরকম হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে বিষোদগার না করারও আহ্বান জানান।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া