রাজৈরে বাসের ধাক্কায় সাবেক অধ্যক্ষ ও কৃষি কর্মকর্তা নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক অধ্যক্ষসহ একজন কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রোববার সাকুরা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মোটরসাইকেলের। নিহত দুই ব্যক্তি মোটরসাইকেল আরোহী ছিলেন।
দুর্ঘটনায় নিহত হয়েছেন গোপালগঞ্জের মুকছুদপুরের বঙ্গরত্ন কলেজের সাবেক অধ্যক্ষ সত্যেন্দ্রনাথ কীর্তনীয় (৫৫) এবং রাজৈর উপজেলার ইউনিয়ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মকর্তা ও শ্রী গণেশ পাগল সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার (৪০)। উভয়েই রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার বিকেল ৫টার দিকে মোটরসাইকেলে করে প্রদীপ কুমার সরকার অধ্যক্ষ সত্যেন্দ্রনাথ র্কীতনীয় মাদারীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন সানেরপাড় এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তাঁদের মৃতুতে শ্রী গণেশ পাগল সেবাশ্রমের ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, সংঘর্ষের ঘটনায় ঘাতক সাকুরা পরিবহনটি আটক করা হয়েছে। তবে পরিবহনের চালক বা অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি আনোয়ার।