মুন্সীগঞ্জে আর্সেনিকবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে আর্সেনিকবিষয়ক গবেষণা তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এএমআরএফ নামের একটি প্রতিষ্ঠান এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সহকারী আবাসিক প্রতিনিধি (এএমআরএফ) জাহেদ আল মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।
কর্মশালায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইটি) হারুন অর রশিদ, এএমআরএফের প্রকল্প ব্যবস্থাপক মোমেন খান, নির্বাহী পরিচালক ফারিমা মাসুদ, নেদারল্যান্ডসের স্বেচ্ছাসেবক হ্যানি, জুলিয়া প্রমুখ।