সকাল-সন্ধ্যার হরতাল এরশাদের আদেশে শেষ হলো দুপুর ২টায়
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/21/photo-1453350987.jpg)
রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহানগরে ডাকা আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যার হরতাল শেষ হয়েছে দুপুর ২টায়। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশেই এ হরতাল দুপুরে শেষ হয়েছে।
হরতাল শুরু হওয়ার পর জাতীয় পার্টির পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে হরতালের সময়সীমা কমিয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে। তবে হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা পুলিশের হরতালবিরোধী সংবাদ সম্মেলনে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তারের দাবি করার কিছুক্ষণ পরই এ ঘোষণা দেওয়া হয়। তাই অনেকে ধারণা করছেন, এ সংবাদ সম্মেলনের কারণেই জাতীয় পার্টির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আব্দুল্যাহ্ আল ফারুক বলেন, এস এম ইয়াসিরের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, মো. আকাশ মিয়া (২৫), নরুল হোসেন সজল (২৩), আমিনুল ইসলাম শুভ (২৪) ও রেজাউল করিম বাদল (৩৫)। পুলিশি তৎপরতা চলছে, তারপরও দলীয় কোন্দলসহ বিভিন্ন কারণে হামলার ঘটনা ঘটছে বলেও জানান এসপি।
তবে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, ইয়াসিরের ওপর হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। আন্দোলন দমনের কারণেই সাধারণ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সকাল থেকে নগরীতে হরতালের সমর্থনে মোটরচালিত যানবাহনসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ ছিল। খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট। সকালে নগরীর জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, সুপার মার্কেট, সিটি করপোরেশন এলাকায় মিছিল করেছে জাতীয় পার্টি এবং পায়রা চত্বর, সিটি বাজার, কাচারি বাজার এলাকায় হরতাল সমর্থকরা পিকেটিং করেছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জাতীয় পার্টির কার্যালয় ও এর আশপাশের এলাকাসহ নগরীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।
গত ১৫ জানুয়ারি দুপুরে মহানগরীর মুন্সীপাড়া কবরস্থানে বাবার কবর জিয়ারত করে ফেরার সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। তিনি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতেই গত রোববার সকালে জাতীয় পার্টির এক সমাবেশ থেকে এ হারতালের ডাক দেওয়া হয়।