মুন্সীগঞ্জে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ শতাধিক শীতার্থ দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পাইকসা এলাকায় সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক ও উপজেলার কোলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৌমর রহমানসহ সেনাবাহিনীর প্রায় ৩০ জন সদস্য।