নির্বাচনকে কেন্দ্র করে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে সংঘর্ষ, ভাঙচুর
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : এনটিভি
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তেজগাঁও এলাকায় সকাল থেকেই উত্তেজনা বিরাজ করেছে। ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে রেষারেষি শুরু হয়।
একপক্ষ তাদের ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।
একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে সেখানে থাকা বেশ কিছু আসবাব পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ছাড়া কার্যালয়ের ভেতরেও ভাঙচুর চালানো হয়।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিজস্ব প্রতিবেদক