ডুমুরিয়ায় মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার
খুলনার ডুমুরিয়ায় এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কোমরাইল গ্রামের বিল ডাকাতিয়ায় নিজের মাছের ঘের থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত প্রভাত মণ্ডল (৫৫) ওরফে নালো খোকনের বাড়ি ওই গ্রামেই। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী রিতা রানী মণ্ডল বাদী হয়ে আজ বিকেলে ডুমুরিয়া থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীদাস মণ্ডল (৫৫), তৃপ্তি রানী মণ্ডল (৪৮) ও তাঁর স্বামী অমর মণ্ডল (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের অমর মণ্ডলের স্ত্রী তৃপ্তি রানীর সঙ্গে প্রভাতের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলছিল। এই পরকীয়ার জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এই নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি ও মামলার ঘটনাও ঘটেছে।
প্রভাতের রিতা রানী মণ্ডলও এই একই অভিযোগ করেন। তিনি বলেন, ‘এ সম্পর্কের কারণে আমার সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। তৃপ্তির খপ্পরে পড়ে জমি, গরু, ছাগলসহ সমস্ত সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছি। শ্রীদাস, তৃপ্তি ও তাঁর স্বামী অমর মণ্ডলই আমার স্বামীকে হত্যা করেছে।’
প্রভাতের পরিবারের বরাত দিয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বিল ডাকাতিয়ায় তাঁর নিজের মাছের ঘেরে যান। সেখানে তৈরি একটি ঘরেই তিনি ছিলেন। আজ সকালে আশপাশের লোকজন ওই ঘরে তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে বাড়িতে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে প্রভাতের লাশ উদ্ধার করে।
এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে ওসি মঞ্জুরুল আলম বলেন, ‘নানা ধরনের কথা শোনা যাচ্ছে। তবে তদন্ত ছাড়া কোনো কিছু বলা যাচ্ছে না।’
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, হত্যার ঘটনাটি রহস্যজনক। তদন্তের স্বার্থে এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা