প্রধানমন্ত্রীকে অসম্মান করতে পারি না : এরশাদ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/23/photo-1453561468.jpg)
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বিশেষ দূত করে আমাকে সম্মানিত করেছেন। তাঁর সঙ্গে আলাপ-আলোচনা না করে এই পদ ছেড়ে দিয়ে তাঁকে অসম্মান করতে পারি না।’
শনিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ের মিলনায়তনে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে এক অনির্ধারিত সভায় এরশাদ এসব কথা বলেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গোলাম মোহাম্মদ কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারকে পার্টির মহাসচিব পদে নিয়োগ উপলক্ষে ঢাকায় অবস্থানরত জাতীয় পার্টির নেতাকর্মীরা পার্টি অফিসে সমবেত হয়েছিলেন। এ সময় তাঁদের উদ্দেশে সাবেক রাষ্ট্রপতি, কো-চেয়ারম্যান এবং মহাসচিব বক্তব্য রাখেন।
সভা শেষে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় এরশাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তাঁর বিশেষ দূত করে আমাকে সম্মানিত করেছেন। তাঁর সাথে আলাপ-আলোচনা না করে এই পদ ছেড়ে দিয়ে তাঁকে অসম্মানিত করতে পারি না। অবশ্যই এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’
এরশাদ বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করা হলে সংসদ আরো কার্যকর হবে এবং সরকারও লাভবান হবে। জাতীয় পার্টির রাজনীতিকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘দলের প্রয়োজনেই আমি কো-চেয়ারম্যান নিয়োগ এবং মহাসচিব পদে পরিবর্তন এনেছি। এই পরিবর্তনে সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দল আবার জেগে উঠেছে।’
এরশাদ বলেন, ‘আমরা অবশ্যই এই সংসদের বিরোধী দল। আশা করি আমাদের সংসদ সদস্যরা এমন কোনো বক্তব্য রাখবেন না যাতে করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। জাতীয় পার্টির রাজনীতিকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, এম এ সাত্তার, গোলাম হাবিব দুলাল, গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।