ব্রাহ্মণবাড়িয়া শহরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় শহরের নয়নপুর এলাকায় আজ রোববার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় শহরে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে শহরের নয়নপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। অভিযানে আটটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে প্রায় ১০০ ফুট অবৈধ পাইপ লাইন ওঠানো হয়। অবৈধ সংযোগ স্থাপনের অভিযোগে আটজনকে ২০ হাজার টাকা জরিমানা এবং আটটি গ্যাস রাইজার জব্দ করা হয়। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. মনিরুল হক, সহকারী প্রকৌশলী মো. সেলিম খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডি এম রুহুল আমিন রিমন জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান অব্যাহত থাকবে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া