‘৫৯ শতাংশের মতে, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ’

দেশের ৫৯ শতাংশ মানুষ মনে করে, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন। আর ২৯ শতাংশ মানুষ বিষয়টির সঙ্গে একমত নন।
গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন-বাংলাদেশের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারস ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তত্ত্বাবধানে এ জরিপটি পরিচালিত হয়। আজ সোমবার জরিপের ফলাফল সম্পর্কে জানা যায়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৩০ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের সাতটি বিভাগের ৬৪টি জেলার দুই হাজার ৫৫০ জন জরিপে অংশ নেন। জরিপে নগরের পাশাপাশি গ্রামের মানুষ অংশ নিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, জরিপে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ অংশ নিয়েছেন।
জরিপে প্রশ্ন করা হয়, বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন, আপনি তা বিশ্বাস করেন?
২০১৫ সালের নভেম্বর মাসে ৩৪ শতাংশ মানুষ কঠোরভাবে একমত যে, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন। আর ২৫ শতাংশ মানুষ এর সঙ্গে কিছুটা একমত। আর কঠোরভাবে বিপক্ষে অবস্থান নেয় ১৬ শতাংশ মানুষ। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন প্রশ্নে ১৩ শতাংশ মানুষ কিছুটা অসম্মত। মত দেয়নি ১২ শতাংশ মানুষ।
জরিপের তথ্যমতে, ২০১৫ সালের জুনে ৫৮ শতাংশ মানুষ জানিয়েছিল নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন। ৩১ শতাংশ মানুষের অবস্থান ছিল এর বিপক্ষে।
একইভাবে ২০১৪ সালের জানুয়ারি মাসের তথ্যমতে, ৪৮ শতাংশ মানুষ জানান তাঁদের বিশ্বাস নির্বাচন কমিশন স্বাধীন। অন্যদিকে ৪২ শতাংশ মানুষ বিষয়টির সঙ্গে একমত নন বলে জানান।
ওই বছরই ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি অংশ নেয়নি। আর ওই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৫৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
জরিপের তথ্যমতে, একই প্রশ্নের উত্তরে ২০১৪ সালের সেপ্টেম্বরে ৬১ শতাংশ মানুষ জানান নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বাধীন। আর এ সময় ৩০ শতাংশ মানুষ এর বিপক্ষে অবস্থান নেয়।