দেশের ৯৬ ভাগ মানুষ কখনো ঘুষ দেননি

বাংলাদেশে চাকরি-বাকরি, লাইসেন্স কিংবা পারমিট পেতে ৯৬ শতাংশ মানুষ কখনো কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ঘুষ বা উপঢৌকন দেননি। একটি জরিপ প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, ৯১ ভাগ মানুষ কখনো পুলিশ বা আদালতকে ঘুষ দেননি।
গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন-বাংলাদেশের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারস ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তত্ত্বাবধানে এ জরিপটি পরিচালিত হয়। গত বছরের ৩০ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এ জরিপটি চালানো হয়। আজ সোমবার জরিপের ফলাফল সম্পর্কে জানা যায়।
জরিপে বহুস্তরে নমুনা সংগ্রহ করা হয়। দেশের সাতটি বিভাগে ব্যক্তি পর্যায়ে ও বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপে অংশ নেন দুই হাজার ৫৫০ জন। তাঁদের সবার বয়স ১৮ বছর থেকে ওপরে।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন ছিল, লাইসেন্স-পারমিট বা অন্য কোনো সেবার জন্য আপনি কি কখনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ঘুষ বা উপঢৌকন দিয়েছেন? ৯৬ শতাংশ উত্তরদানকারী জানিয়েছেন, তাঁরা এ ক্ষেত্রে কখনো কোনো ঘুষ দেননি। মাত্র চার ভাগ ঘুষ দেওয়ার কথা জানিয়েছেন।
একই পরিসংখ্যান পাওয়া গেছে সরকারি চাকরির ক্ষেত্রেও।
এ ছাড়া শতকরা ৯৩ জন জানিয়েছেন, তাঁরা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে সেবা নেওয়ার জন্য কখনো কোনো ঘুষ দেননি। আর সাত ভাগ এ ক্ষেত্রে ঘুষ দেওয়ার কথা জানিয়েছেন।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে আরেকটি প্রশ্ন ছিল, আপনি কি কখনো পুলিশ বা আদালতে কখনো ঘুষ বা উপঢৌকন দিয়েছেন? উত্তরদাতাদের ৯১ শতাংশ বলেছেন, তাঁরা কখনো ঘুষ দেননি। আর ঘুষ দেওয়ার কথা জানিয়েছেন ৯ শতাংশ মানুষ।