শিমুলিয়ায় ফেরি পারাপার শুরু
ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি পারাপার পুনরায় শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি এনটিভি অনলাইনকে জানান, আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়।
এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ছয়টি ফেরি মাঝপদ্মায় নোঙর করে রাখা হয়। প্রতিটি ফেরিতেই দূরপাল্লার বাস ছিল। সব মিলিয়ে প্রায় এক হাজার যাত্রী এসব ফেরিতে আটকে ছিল।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আরো জানান, সকাল ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এখন সেগুলো ধীরে ধীরে পার করে দেওয়া হবে বলে জানায় বিআইডব্লিউটিসি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ