মুন্সীগঞ্জে গাড়িচালকদের প্রশিক্ষণ
মুন্সীগঞ্জে বিআরটিএর আয়োজনে দুই দিনব্যাপী পেশাদার গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আয়োজনে দুই দিনব্যাপী পেশাদার গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ সার্কিট হাউজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদাদের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে প্রায় ২০০ জন চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের সনদপত্র দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর উপপরিচালক মো. মকবুল হোসেন, সহকারী পরিচালক এ টি এম আব্দুল আউয়াল, উচ্চমান সহকারী মো. নুরুজ্জামান, মোটরযান পরিদর্শক শাখাওয়াত হোসেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য জামাল হোসেন মণ্ডল, ট্রাফিক পরিদর্শক শেখ শাহাদাত আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি এ টি এম দেলোয়ার হোসেন প্রমুখ।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ