মুন্সীগঞ্জে ডিজিটাল সার্ভিস পরিদর্শনে জার্মানি প্রতিনিধিদল
মুন্সীগঞ্জে বিভিন্ন উপজেলায় ডিজিটাল সার্ভিস পরিদর্শন করেছে জার্মানির প্রতিনিধিদল। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে তারা কয়েকটি উপজেলা পরিদর্শন করে।
জার্মানির প্রতিনিধিদলটি প্রথমে টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে। এখানে তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে গ্রামীণ জনগোষ্ঠীর নানা রকমের সেবা গ্রহণ দেখে। এরপর শহরের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন করে। এই ক্লাসরুম ডিজিটাল হওয়ার কারণে শিক্ষার্থীদের আউটপুট নিয়ে খোঁজখবর করে।
পরে দলটি জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যায়। সেখানে একটি তথ্যচিত্রের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার ডিজিটাল পরিস্থিতি তুলে ধরা হয়। ওই তথ্যচিত্রে ফ্রন্ট ডেক্স সেবা, ই-সেবা, ইলেকট্রনিক ভূমি রেকর্ড ব্যবস্থাপনাসহ নানা বিষয় তুলে ধরা হয়। পরে এই বিষয়ে উন্মুক্ত আলোচনায় জার্মানির প্রতিনিধিদল অংশ নেয়।
শেয়ার আইডিয়া শিরোনামের এই সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
সাত সদস্যের জার্মানি প্রতিনিধিদলটিতে সাংবাদিক, গবেষক, সমাজকর্মীরা ছিলেন। এই দলের নেতৃত্ব দেন ড. আলফেরেডো মার্কার।
এই দলের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের তিন কর্মকর্তা। এ ছাড়া মতবিনিময়ে জেলার অন্যান্য সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ