বরিশালে ‘ইয়াবাসহ মাদক ব্যবসায়ী’ আটক
বরিশালের আগৈলঝাড়ায় এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ৮-এর সদস্যরা। কাইয়ুম শিকদার (২৫) নামের ওই ব্যক্তির কাছ থেকে ২০২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে র্যাব দাবি করেছে। র্যাবের দাবি আটক কাইয়ুম একজন মাদক ব্যবসায়ী।
র্যাব জানিয়েছে, আটক কাইয়ুম গোপালগঞ্জের কোটালিপাড়ার বাগান উত্তরপাড়ার বাসিন্দা। আজ বুধবার র্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮-এর একটি বিশেষ টহল দল বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় অভিযান চালায়। এ সময় বড় মগড়াবাজার এলাকা থেকে মো. কাইয়ুম শিকদারকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০২ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।