৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ বেলাল শেখ (৪৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) দিনগত গভীর রাতে ওই ইউপি সদস্যের বাড়ি থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ আজ শুক্রবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের সুলতানখালি গ্রামে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল শেখের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে তাঁর বসতঘর থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় একটিতে ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ইউপি সদস্য বেলাল শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি বেশ কিছুদিন ধরে সবার অগোচরে মাদক কারবার করে আসছিলেন।
কাজী শাহনেওয়াজ আরও জানান, এই ইউপি সদস্যের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ দুপুরে তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।