পাবনায় ‘সাবেক সর্বহারা সদস্যের’ লাশ উদ্ধার
পাবনার চাটমোহর উপজেলায় এক ফসলের মাঠ থেকে আবদুস সামাদ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী গ্রামের সরিষাক্ষেত থেকে সামাদের লাশ উদ্ধার করে পুলিশ।
সামাদ নেংড়ী গ্রামেরই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুজ্জামান জানান, নিহত সামাদ বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে নেংড়ী গ্রামের একটি সরিষাক্ষেতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আবদুস সামাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গলায় শ্বাসরোধ ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন আছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নুরুজ্জামান আরো জানান, নিহত সামাদ আগে চরমপন্থী সংগঠন ‘সর্বহারা’ দলের সদস্য থাকলেও বর্তমানে তিনি স্বাভাবিক জীবনে কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নিহত সামাদ চরমপন্থী সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিল। দল থেকে বেরিয়ে যাওয়ার কারণে কিংবা চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা