মাদারীপুরে ভাতিজাদের হাতে চাচা খুন
মাদারীপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম ওহাব হাওলাদার (৫৫)। তাঁর বাড়ি কালকিনি পৌরসভার উত্তর রাজদী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে ওহাবের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইদ্রিস আলী জানান, কালকিনি পৌরসভার উত্তর রাজদী এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে ওহাব হাওলাদারের সঙ্গে তাঁর আপন ভাই সামসুল হক হাওলাদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে ওহাবের সঙ্গে তাঁর ভাতিজা লিটন ও সোহেলের কথাকাটাকাটি হয়। এ সময় লিটন ও সোহেল তাঁদের চাচা ওহাবের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা করে। এতে ওহাব গুরুতর আহত হন।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ওহাবকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থান রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।