খালেদা জিয়ার নামে মামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/29/photo-1454070972.jpg)
ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ। ছবি : এনটিভি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলা ও সমন জারির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
আজ শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের ছাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মসিউর রহমান। সমাবেশে স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।