বান্দরবানে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/31/photo-1454261622.jpg)
বান্দরবানে পাহাড়-ঝিড়ি ঝর্ণা খোদাই করে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পাহাড়িরা। আজ রোববার দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলা সদরের টংকাবর্তী ইউনিয়নের লোকজন এ মানববন্ধন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে পাহাড়ি ম্রো জনগোষ্ঠী ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী-রাজনৈতিক নেতারা অংশ নেন।
মানববন্ধন চলাকালে টংকাবতী ইউনিয়নের হরিণ ঝিড়ি মৌজার হেডম্যান কাইনওয়াই ম্রো ও মেনুং ম্রো কার্বারী অভিযোগ করে বলেন, সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের তিনটি মৌজায় শতশত বছর ধরে বসবাস করে আসছে ম্রো সম্প্রদায়। কিন্তু কয়েক বছর ধরে ইউনিয়নের টংকাবতী, হরিণ ঝিড়ি ও টাকের পানছড়ি মৌজা থেকে চট্টগ্রামের লোহাগাড়ার অ্যাডভোকেট মকবুল আহমেদ, কালু মেম্বার ও আবদুর রহিম প্রভাব খাটিয়ে অনুমোদন ছাড়াই পাহাড় এবং ঝিড়ি ঝর্ণা খোদাই করে নির্বিচারে পাথর উত্তোলন করে যাচ্ছেন। প্রতিদিন নিয়মনীতি না মেনে পাথর উত্তোলনের কারণে স্থানীয়দের পানির উৎস স্থল ঝিড়ি-ঝরনাগুলোর পানি শুকিয়ে যাচ্ছে। পানি শুকিয়ে গেলে ওই এলাকায় বসবাস করা কঠিন হয়ে দাঁড়াবে ম্রো সম্প্রদায়ের।
এদিকে মানববন্ধন কর্মসূচি শেষে পাথর উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসক দীলিপ কুমার বণিকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন টংকাবতী ইউনিয়নের বাসিন্দারা।