ছাত্রীকে হেনস্তার অভিযোগে এসআই রতন বরখাস্ত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগে রাজধানীর আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার এনটিভিকে জানান, তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) নেতৃত্বে দুই সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন জমা দিলে এসআই রতনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিপ্লব কুমার আরো জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, গতকাল রোববার বিকেল ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড়ে ওই ছাত্রীকে রিকশা থেকে নামিয়ে প্রায় ১০ মিনিট কথা বলেছেন এসআই রতন। এ সময় তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখেছেন আশপাশের লোকজন। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা কেউ বলতে পারেননি।
জানা যায়, ওই ছাত্রীর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। তা ছাড়া তাঁকে তল্লাশির জন্য নারী পুলিশেরও প্রয়োজন ছিল—এসব বিষয় বিবেচনায় নিয়ে আজ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিপ্লব কুমার।

নিজস্ব প্রতিবেদক