মুক্তিযোদ্ধা ইসমাইল উদ্দিনের ইন্তেকাল

নেত্রকোনা পৌরসভার সাতপাই কলেজ রোড এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল উদ্দিন আহম্মেদ। পুরোনো ছবি
নেত্রকোনা পৌরসভার সাতপাই কলেজ রোড এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল উদ্দিন আহম্মেদ (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। রোববার রাত ৯টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে রোববার সকালে সাতপাই কলেজ রোডের নিজ বাসভবন থেকে ইসমাইল উদ্দিন আহম্মেদকে অসুস্থাবস্থায় মমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি শাহীন আহম্মদ।
আজ সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ইসমাইলকে গার্ড অব অনার দেওয়া হয়। জোহরের নামাজের পর নেত্রকোনা আলিয়া মাদ্রাসা মাঠে জানানা শেষে মুক্তিযোদ্ধা ইসমাইল উদ্দিন আহম্মেদের লাশ সাতপাই পৌরসভার কবরস্থানে দাফন করা হয়।