জবাবদিহিতামূলক পৌর প্রতিষ্ঠা করবেন ইসলাম বেবী
জবাবদিহিতামূলক পৌর প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন বান্দরবান পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. ইসলাম বেবী।
আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। এর আগে তিনি বিদায়ী মেয়র মোহাম্মদ জাবেদ রেজার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় অন্যদের মধ্যে বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নূরুল্লাহ নূরী, সদর উপজেলা নির্বাহী (ইউএনও) অর্পনা বৈদ্য,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী উপস্থিত ছিলেন।
ইসলাম বেবী বলেন, ‘জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়। সকল ক্ষমতার অধিকারী জনগণ। নির্বাচিত কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতায় জবাবদিহিতামূলক পৌর পরিষদ প্রতিষ্ঠা করা হবে। মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে পৌরবাসীর সম্পর্ক হবে বন্ধুর। জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ জনগণের কোনো পার্থক্য থাকবে না।’
মেয়র আরো বলেন,‘পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিকল্পিত পর্যটন নগরী গড়ে তোলতে আমি বদ্ধপরিকর। নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনের আগে পৌরবাসীকে দেওয়া প্রতিশ্রুতিগুলো সাধ্যমতো বাস্তবায়নের চেষ্টা করব।’
অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তরের পর সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ জাবেদ রেজা বলেন, ‘বিগত পাঁচ বছর পৌরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্ঠা করেছি। কিন্তু আমি পৌরবাসীর চাহিদামতো নাগরিক সুযোগ সুবিধা দিতে পারিনি। পৌরবাসীকে প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সেবা দিতে না পারায় আমি ক্ষমা চাইছি। আগামী দিনগুলো পৌরবাসীর জন্য মঙ্গল বয়ে আনবে এটাই আমার প্রত্যাশা।’
প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আট হাজার ৭০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ইসলাম বেবী। তাঁর নিকটতম জাতীয় পার্টির মনোনীত মিজানুর রহমান বিপ্লব পেয়েছিলেন চার হাজার ৪৫৮ ভোট। আর বিএনপির মনোনীন প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ জাবেদ রেজা পেয়েছিলেন তিন হাজার ৪১৫ ভোট।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান